রঙমহলে আবদ্ধ চড়ুই

#রংমহলে_আবদ্ধ_চড়ুই ৪ #Writer_Neel_Noor কেটে গেল দুই দিন। আজ বিকেলে, সাদিয়া আপু ও চলে গেছে।মনটা বড্ড খারাপ লাগছে। আলভি বাবাটার কথা বারবার মনে পড়ছে। মেয়েদের সাথে তার শশুর বাড়ি, এ যেন এক অদ্ভুত সম্পর্কের মধুরতা, যেখানে মেয়েরা বিয়ে হলে শশুর বাড়ির হয়ে যায়। বাবার বাড়ির নামমাত্র মেহমান হয়ে যায়। বড় একটা নিঃশ্বাস ফেলে বিরবির করে বললাম - বাবার বাড়িতে জন্ম যাহার_শশুর বাড়িতে শেষ!! সন্ধ্যা হয়েছে সেই কবেই। মনে হচ্ছে, সময় পেরিয়েছে বহু আগে, এক লগ্ন অতিক্রম করে ফেলেছি। এখনো ছাদের উপরে দোলনাটায় বসে আছি। দোল খাচ্ছি, আর জীবনের হিসাব মিলাতে ব্যস্ত আমি। হঠাৎ কারোর আগমনের শব্দে একটু ধরফরিয়ে উঠলাম। বুকে এক দফা থুথু দিয়ে, পিছন ফিরে তাকিয়ে দেখি সমুদ্র ভাইয়া, দুহাত বুকের উপর ভাঁজ করে, দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে.... খুব সুন্দর লাগছে তাকে। যেন এই ভঙ্গিমাটা শুধু তাকেই মানায়। মুখে একটু ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, তবুও সৌন্দর্যের অন্য এক মাধুর্যতা তাহার চেহারায় ফুটে উঠেছে.... সমুদ্র - কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? যেভাবে দোলনায় বসে দোল খাচ্ছিস!! আবার, বড় বড় চোখ করে ...