পোস্টগুলি

জুলাই, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রঙমহলে আবদ্ধ চড়ুই

ছবি
  #রংমহলে_আবদ্ধ_চড়ুই ৪ #Writer_Neel_Noor  কেটে গেল দুই দিন। আজ বিকেলে, সাদিয়া আপু ও চলে গেছে।মনটা বড্ড খারাপ লাগছে। আলভি বাবাটার কথা বারবার মনে পড়ছে। মেয়েদের সাথে তার শশুর বাড়ি, এ যেন এক অদ্ভুত সম্পর্কের মধুরতা, যেখানে মেয়েরা বিয়ে হলে শশুর বাড়ির হয়ে যায়। বাবার বাড়ির নামমাত্র মেহমান হয়ে যায়। বড় একটা নিঃশ্বাস ফেলে বিরবির করে বললাম - বাবার বাড়িতে জন্ম যাহার_শশুর বাড়িতে শেষ!! সন্ধ্যা হয়েছে সেই কবেই। মনে হচ্ছে, সময় পেরিয়েছে বহু আগে, এক লগ্ন অতিক্রম করে ফেলেছি। এখনো ছাদের উপরে দোলনাটায় বসে আছি। দোল খাচ্ছি, আর জীবনের হিসাব মিলাতে ব্যস্ত আমি। হঠাৎ কারোর আগমনের শব্দে একটু ধরফরিয়ে উঠলাম। বুকে এক দফা থুথু দিয়ে, পিছন ফিরে তাকিয়ে দেখি সমুদ্র ভাইয়া, দুহাত বুকের উপর ভাঁজ করে, দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে.... খুব সুন্দর লাগছে তাকে। যেন এই ভঙ্গিমাটা শুধু তাকেই মানায়। মুখে একটু ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, তবুও সৌন্দর্যের অন্য এক মাধুর্যতা তাহার চেহারায় ফুটে উঠেছে.... সমুদ্র - কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? যেভাবে দোলনায় বসে দোল খাচ্ছিস!! আবার, বড় বড় চোখ করে ...

রঙমহলে আবদ্ধ চড়ুই

ছবি
  #রংমহলে_আবদ্ধ_চড়ুই ৩ #Writer_Neel_Noor  এসে উড়া_ধুড়া নাচতেছি। এখন একটা লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করতেছে। ইশ্ কতগুলো কথা শুনিয়ে এসেছি, নিজেকে শান্ত করলাম!! যেদিন মুক্তি পাব এই আবদ্ধ রংমহল থেকে সেদিন না হয় পার্টি করব, মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছি...হি হি হি হু হু হু হাহা হাহা..... হঠাৎ করেই দরজা বন্ধ করার শব্দে চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি, জীবনের খুব ই গুরুত্বপূর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, দরজা বন্ধ করে নাই, বরং দরজা টা খুলে হাসি মুখে ভেতরে এসেছে। চোখ ভরা তৃপ্তির ঢেকুর!! আমি ও খুশি হলাম!! যাকে বলে মাত্রাধিক খুশি!! দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম।  বললাম - আল্লাহ !! আজ কার মুখ দেখে উঠেছি, সাদিয়া আপু তুমি এখানে, এই বাড়িতে? এতো সকাল বেলা!! সাদিয়া আপু হচ্ছে সমুদ্র ভাইয়ার বোন। আমার থেকে বয়সে সে সাড়ে চার বছরের বড়। তার বিয়ে হয়েছে, চার বছর আগেই। স্মৃতির পাতায় চার বছর আগের সেই বছরটি বড্ড ই ভয়ঙ্কর!! কালো অতীত!! কী নেই সেই বছরটিতে? সাদিয়া আপু আমাকে মাত্রারিক্ত ভালোবাসে। আদুরে গলায় বলল - আরে থাম থাম! এতো গুলো প্রশ্ন একসাথে কেউ করে, পাগলী!! আগে বল, কেমন আছিস! সে...

রঙমহলে আবদ্ধ চড়ুই

ছবি
  #রংমহলে_আবদ্ধ_চড়ুই ২ #Writer_Neel_Noor  একটা বড় নিঃশ্বাস নিলাম। হঠাৎ চোখ গেল, সমুদ্র ভাইয়ার দিকে, সকাল সকাল জগিং করতে বের হয়েছে, লোকটি সত্যি ই অদ্ভুত!! চতুর !! বত্রিশ বছর বয়সের এই পুরুষটি অনেক এট্রাকটিভ, হ্যান্ডসাম ও, দেখতে ছাব্বিশ_সাতাশ বয়সের যুবকের মতো লাগে। এটা সত্যি যে, আমার কিশোরী বয়সের প্রথম ক্রাশ ওনি..... মূহুর্তে ই মনে বুদ্ধি চাপলো...দ্রুত রুম থেকে বের হয়ে গেলাম.... এই সকাল বেলা, মা সহ বড় চাচি, ছোট চাচি রান্না ঘরে। সবকিছু সামাল দিচ্ছেন। আমাদের যৌথ পরিবার, দাদার কড়া আদেশ শেখ বাড়ির নাম ক্ষুন্ন হবে এমন কিছু সে মোটেও মেনে নিবে না, যত বাঁধা বিপত্তি আসুক, যা ই হোক না কেন সবাইকে এক হয়েই থাকতে হবে। দাদা ছিলেন বড় রাজনীতিবিদ। তার জীবনের অনেক বছর ই সে রাজনীতির রংমহলে আবদ্ধ ছিল। এই রাজনৈতিক সহিংসতা তার জীবন কেড়ে নিলেও, মরার আগেও তিনি বড় চাচাকে রাজনীতি না ছাড়ার আদেশ দিয়ে গেছেন। তাই তো সমুদ্র ভাইয়া আজ রাজধানীতে!!তাছাড়াও আমার দাদার দাদা একসময় জমিদার ছিলেন, পুরোনো অনেক নিয়মের মাঝে আমাদের পরিবারের সবাইকে অনেক নিয়ম মেনে চলতে হয়!! যা সত্যি ই অসহনীয় লাগে আমার কাছ...

রঙমহলে আবদ্ধ চড়ুই

ছবি
  চোখ ভর্তি জল, রুম বন্ধি আমি!! অন্যদিকে, প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনে মেইন শিরোনাম," ইয়ং জেনারেশনের আইডল, এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ শহরের নামকরা রেস্টুরেন্টে নিজের কনট্রোল হারিয়ে ভাঙচুর করেছে। তার সঙ্গে এক সুন্দরী রমণীকে ও দেখা গেছে।"  চোখের জল থামছেই না, অথচ এইখানে আমার বিন্দুমাত্র ও দোষ নেই। এইচএসসি পরীক্ষা দিয়েছি সপ্তাহ হলো, আমরা তিন বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম রিইউনিয়ন করব, ঘুরবো আর একটু আনন্দ করবো...তাই তো আজ বিকেলবেলা, প্লান মতো একটি রেস্টুরেন্টে যাই।  সবকিছু ঠিকঠাক ই ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা দশ অথবা বারো বছরের ছোট্ট ছেলে দৌড়ে এলো আমার কাছে, এসেই হাতে তিন চারটে কিটক্যাট চকলেট, কয়েকটি‌ ফুলসহ একটি চিরকুট হাতে দিয়ে বলল, একটা ভাইয়া এগুলো তোমাকে দিতে বলেছে। আর কিছু জিজ্ঞাসা করার আগেই, ছেলেটি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বাহিরে বের হয়ে গেল।  ঘটনাটি এতোই দ্রুত ঘটেছে আমি কিছু করব অথবা বলব তার সময় টুকু ও পাই নাই। হাতে দেওয়া ফুলগুলো, চকলেট গুলো টেবিলে রেখে চিরকুট টা খুলব তার আগেই কেউ ঝড়ের গতিতে আমার হাত থেকে চিরকুট টা ছিনিয়ে নিয়ে গেল।  প...